cnnbangla:শবনম ফারিয়া জনপ্রিয় টিভি অভিনেত্রী। গেলো বছর ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এর কিছুদিন আগেই তিনি তার বিয়ের খবর প্রকাশ করেন। বিয়ের পর দাম্পত্য জীবন ও অভিনয় জীবন নিয়ে বরাবই সংবাদের শিরোনম হন তিনি।

সম্প্রতি ফেসবুকে স্মামী ও ব্যাক্তিগত জীবন নিয়ে তিনি লম্বা স্ট্যাটাস দেন। এর কয়েকদিন পরই ফেসবুকে লাইভে এসে তার ভক্তদের সাথে কথা বলেন। লাইভ ভিডিওতে তিনি কয়েকজন ভক্তকে সরাসরি ভিডিও কলে নেন। দিবাগত রাতে ভক্তদের লাইভে নিয়ে কথা বলতেই তার স্বামীর কথা বলতেই কেটে দেন।